সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

পর্তুগালে দাবানলে নিহত ৬২

পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহত ব্যক্তিরা বেশির ভাগই রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে এলাকার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দাবানলের কবলে পড়েন। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি ভয়াবহ ও খুবই দুঃখজনক ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা ঘটনাস্থল পরিদর্শনে করেছেন। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ বলেছিলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন গাড়ির ভিতরে বদ্ধ অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন। তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে। আহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক কন্যাশিশুসহ ছয়জন দমকলকর্মী রয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর