মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

লন্ডনে অগ্নিকাণ্ডে নিহত বা নিখোঁজ ৭৯

পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বা নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। এদের সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লন্ডন মেট্রোপলিটান পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি গতকাল লন্ডনে সাংবাদিকদের একথা জানিয়েছেন। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। গত ১৮ জুন পশ্চিম লন্ডনের নর্থ কেনসিংটনের ২৪ তলাবিশিষ্ট আবাসিক ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লন্ডন পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহত বা নিখোঁজ ৭৯ জনের মধ্যে কেবল পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহ শনাক্তকরণে কেন এত সময় লাগছে তারও ব্যাখ্যা দিয়েছেন কমান্ডার স্টুয়ার্ট কানডি। আগুনে মরদেহগুলো যেহেতু সম্পূর্ণরূপে পুড়ে গেছে তাই সেগুলো শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। অগ্নিকাণ্ডের কারণ কী তা জানতে ঘটনার ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এজন্য সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ চলছে বলেও যোগ করেন ওই কর্মকর্তা। সিএনএন।

সর্বশেষ খবর