শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২৯

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। গতকাল প্রদেশটির রাজধানী লস্কর গায়ে এ ঘটনা ঘটে বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন।  বিবিসি পুলিশের বরাত দিয়ে জানায়, লস্কর গায়ে নিউ কাবুল ব্যাংকের শাখার ফটকে বোমাটি বিস্ফোরিত হয়। এর আগে অবশ্য স্থানীয় টোলো নিউজের খবরে বলা হয়েছিল, সশস্ত্র একদল ব্যক্তি ব্যাংকটির ভিতরে প্রবেশ করে সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়।  ওমর জোয়াক নামে ওই মুখপাত্র জানান, হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ছাড়াও সেনাবাহিনী ও পুলিশের সদস্য এবং নিউ কাবুল ব্যাংক নামে ওই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা যখন তাদের বেতন তুলতে ব্যাংকটির বাইরে লাইনে দাঁড়িয়েছিল তখনই হামলার এ ঘটনা ঘটে। হামলার দায় তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে অতীতে   তালিবান ও আইএসসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বিভিন্ন ব্যাংকে হামলা চালিয়েছে।  বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর