বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বিশ্বব্যাপী ফের বড় ধরনের সাইবার হামলা

বিশ্বব্যাপী ফের বড় ধরনের সাইবার হামলা

ইউক্রেন থেকে শুরু হওয়া এক বড় আকারের সাইবার হামলা এখন পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে। গত মাসে ‘ওয়ানাক্রাই’ নামে যে ধরনের ভাইরাস দিয়ে বিশ্বব্যাপী বড় ধরনের হামলা হয়েছিল এবারও সেই একই ধরনের ভাইরাস দিয়ে হামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন ছাড়াও রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স ও নরওয়ে থেকে শুরু করে ভারতের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত কোম্পানিগুলোর মধ্যে আছে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট ও পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি। এ ছাড়াও আক্রান্ত হয়েছে স্পেন ও ফ্রান্সের কয়েকটি বহুজাতিক ও নির্মাণ কোম্পানি। ইউক্রেনে সাইবার হামলা ছিল অত্যন্ত গুরুতর যাতে সরকারি মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক ও রাজধানী কিয়েভের বিমানবন্দর আক্রান্ত হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গত মে মাসে ‘ওয়ানাক্রাই’ নামের যে ভাইরাসের মাধ্যমে শতাধিক দেশে সাইবার হামলা চালানো হয়েছিল, সেই নিরাপত্তা ঘাটতিকে এবারও কাজে লাগানো হয়েছে। সিকিউরিটি ফার্ম রেকোর্ডেড ফিউচারের মুখপাত্র আন্দ্রেই ব্যারিসেভিচ বিবিসিকে বলেন, ‘গত এক বছরে অনেক ফোরামে তারা এই ম্যালওয়্যার বিক্রির জন্য রাখতে দেখেছেন। র্যানসমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যবহারকারীর কাজে বাধা দেয় এবং অনেক সময় হার্ড ড্রাইভের তথ্য একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে ফেলে।  বিবিসি।

 

সর্বশেষ খবর