বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ অবসান ফার্কের

আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ অবসান ফার্কের

আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ৫০ বছরের বিদ্রোহের অবসান ঘোষণা করল কলম্বিয়ার বিদ্রোহীগোষ্ঠী ফার্ক। ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা দেশটিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছিল। অস্ত্র জমাদান অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, ‘এবার সত্যিকার অর্থেই শান্তি ফিরে এসেছে এবং এটা থাকবেই। ফার্ক নেতা রদ্রিগো লন্ডনো বলেন, ‘যুদ্ধকে বিদায়, অস্ত্রকে বিদায়, শান্তিকে স্বাগতম।’ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাবেক এই গেরিলা গোষ্ঠী এখন একটি রাজনৈতিক দল গড়ে তুলবে। গত বছর করা শান্তিচুক্তি অনুযায়ী অস্ত্র জমাদান অনুষ্ঠানে ৭ হাজার ১৩২টি অস্ত্র জমা দেয় তারা। ৫২ বছরের এই বিদ্রোহে প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ। রাজনৈতিক দলের ক্ষেত্রে নিজেদের নাম পাল্টে ফেলবে ফার্ক। তাদের পুরো নাম ছিল রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া। এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহীগোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে শান্তিচুক্তির চেষ্টা করছেন প্রেসিডেন্ট সান্তোস। ফার্কের সঙ্গে শান্তিচুক্তির জন্য গত বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর