শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

চীনের নতুন যুদ্ধজাহাজ

চীন বুধবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নতুন ধরনের যুদ্ধজাহাজ উন্মুক্ত করেছে। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে দেশটির এটি সর্বশেষ প্রচেষ্টা। গত এপ্রিলে দেশটি নিজস্বভাবে তৈরি নিজেদের প্রথম বিমানবাহী রণতরী উন্মুক্ত করে। আর এবার দশ টন ওজনের ওই ডেস্ট্রয়ারটি উন্মুক্ত করা হলো বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। খবরে বলা হয়, যুদ্ধজাহাজটি নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্রবিধ্বংসী, যুদ্ধজাহাজবিধ্বংসী ও ডুবোজাহাজবিধ্বংসী অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত। রাষ্ট্রনিয়ন্ত্রিত আরেক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস’র খবরে বলা হয়, বুধবার উন্মুক্ত হওয়া যুদ্ধজাহাজটি ‘০৫৫ ডেস্ট্রয়ার’ শ্রেণির বড় আকৃতির প্রথম রণজাহাজ। এটিকে ছোট আকৃতির ‘০৫২ ডি ডেস্ট্রয়ার’ শ্রেণির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত কয়েকটি দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ক্রমবর্ধমান এই বিরোধের মাঝে চীন তার  সামারিকবাহিনীর আধুনিকায়ন করে যাচ্ছে।  বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর