শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

পার্কের মৃত্যুদণ্ডাদেশ পিয়ংইয়ংয়ের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এবং তার গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করেছে পিয়ংইয়ং। উভয়কে পিয়ংইয়ংয়ের হাতে তুলে দেওয়ার জন্য সিউলের প্রতি আহ্বানও জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ গতকাল এ কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশিত হয়েছে। অবশ্য হত্যা ষড়যন্ত্রের খবর কোথা থেকে ফাঁস হয়েছে সে বিষয়ে কিছু বলেনি কেসিএনএ। চলতি সপ্তাহে জাপানের একটি সংবাদপত্রের খবরে দাবি করা হয়, ২০১৫ সালে উত্তর কোরিয়ার নেতা কিমকে উত্খাতের পরিকল্পনা করেছিল পার্ক। দুর্নীতি কেলেঙ্কারির দায়ে গত মার্চ মাসে ক্ষমতাচ্যুত হন পার্ক।

সর্বশেষ খবর