শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সামান্যর জন্য টিকে গেছেন মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এ যাত্রায় ক্ষমতায় টিকে গেছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংসদে অনুষ্ঠিত প্রথম আস্থা ভোটে তার সরকার সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে মে সরকারের ওপর ব্রেক্সিট ও ব্যয় সংকোচন নীতি নিয়ে চাপ অব্যাহত রয়েছে। গতকালের আস্থা ভোটের জন্য মে বার্লিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন এবং প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন ব্রাসেলস থেকে ব্রিটেনে ফিরে যান। আস্থা ভোটে মে-র দলকে সমর্থন দিয়েছে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি। অবশ্য এ জন্য তিনি দলটিকে ধন্যবাদও দিয়েছেন।  আস্থা ভোটে তেরেসা মে-র রক্ষণশীল দল পেয়েছে ৩২৩ ভোট। সরকার টিকে থাকার জন্য দরকার ছিল ৩০৯ ভোটের।

এ নির্বাচনে জিততে না পারলে ব্রিটেনে নতুন করে সংসদ নির্বাচন দিতে হতো।

সর্বশেষ খবর