সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
কুলভূষণের মৃত্যুদণ্ড

কনস্যুলার সুবিধা চেয়ে ভারতের অনুরোধ ফের প্রত্যাখ্যান পাকিস্তানের

কনস্যুলার সুবিধা চেয়ে ভারতের অনুরোধ ফের প্রত্যাখ্যান পাকিস্তানের

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুলভূষণ যাদবকে কনস্যুলার সুবিধা দেওয়ার জন্য ভারতের অনুরোধ ফের প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এ নিয়ে এ ধরনের অনুরোধ দেশটির তরফে পঞ্চমবারের মতো প্রত্যাখ্যান করা হলো। কুলভূষণের কনস্যুলার সুবিধা চেয়ে ভারত শনিবার দেশটিকে অনুরোধ করেছিল। একই দিন দেশ দুটি একে অপরের কারাগারে বন্দী নাগরিকদের তালিকা বিনিময় করেছে। তাই এ সুযোগে ভারত ওই অনুরোধ করেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র হয়ে গুপ্তচরগিরি, সন্ত্রাসবাদ ও পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে কুলভূষণকে গত ১০ এপ্রিল মৃত্যুদণ্ড দেয় পাকিস্তান। দেশটির একটি সামরিক আদালতে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়। কুলভূষণের বিচার প্রক্রিয়ায় পাকিস্তান ভারতকে কনস্যুলার সুবিধা দেয়নি বলে দেশটি শুরু থেকেই জানিয়ে আসছে। কুলভূষণের মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে ভারত আন্তর্জাতিক বিচার আদালত পর্যন্ত গেছে। পরে এক গণশুনানি শেষে আদালত এ মৃত্যুদণ্ড স্থগিত করতে মে মাসে নির্দেশ দিয়েছে। তবে তা মানতে আইনিভাবে বাধ্য নয় পাকিস্তান।  গত বছরের ৩ মার্চ বেলুচিস্তান থেকে কুলভূষণকে আটক করা হয়। হিন্দু অনলাইন

সর্বশেষ খবর