বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিশ্বের যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম উ. কোরিয়া

বিশ্বের যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম উ. কোরিয়া

উত্তর কোরিয়া দাবি করেছে তাদের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে তা আমেরিকার যে কোনো অঞ্চলে তো অবশ্যই, পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারবে। দেশটি গতকাল তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এরপরই রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় দাবি করেছে উত্তর কোরিয়া। গতকাল দেশটির পশ্চিমাঞ্চল থেকে এই ‘ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল’ (আইসিবিএস) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটিই তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা বলে দাবি করেছে দেশটি। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে বলা হয়, ‘উত্তর কোরিয়া এখন পূর্ণ শক্তির পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ। আমরা এখন সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।’ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নিজে দাঁড়িয়ে থেকে হোয়াসং-১৪ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উেক্ষপণ পর্যবেক্ষণ করেছেন বলেও জানানো হয়। ক্ষেপণাস্ত্রটি ২,৮০২ কিলোমিটার উচ্চতায় উঠে মাত্র ৩৯ মিনিটের মধ্যে ৯৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়ে। এর আগে উত্তর কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চতায় ওঠেনি। এ নিয়ে এখনো পর্যন্ত হোয়াইট হাউস কোনো বিবৃতি দেয়নি। তবে, টুইটারে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে একহাত নিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং-উনের নাম না করে ট্রাম্প টুইট করেছেন, ‘উত্তর কোরিয়া ফের আর একটা ক্ষেপণাস্ত্র ছুড়ল। ওর জীবনে কি ভালো কিছু করার আর কিছু নেই?’ পিয়ংইয়ংয়ের গতিবিধির দিকে কড়া নজর রাখছে দক্ষিণ কোরিয়াও। সে দেশের সেনা সূত্রে খবর, এদিন বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টা নাগাদ উত্তর পিয়ংগান প্রদেশের প্যানঘিয়ং-এ একটি এয়ারফিল্ড থেকে ওই ক্ষেপণাস্ত্র  ছোড়া হয়। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর