বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারতের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

সিকিমে অচলাবস্থা

সিকিমে বিদ্যমান অচলাবস্থা যথাযথভাবে পরিচালন করতে ব্যর্থ হলে ভারত-চীন যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও থিঙ্কট্যাঙ্কগুলোর মত। এ বিষয়ে সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের রিসার্চ ফেলো হু জিয়ং রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমসকে বলেন, ‘অতীতের শিক্ষা ব্যবহার করে ভারতকে এ ব্যাপারে বোঝাতে চীন তার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে ভারত যদি তা শুনতে না চায়, তাহলে সমস্যার সমাধানে সামরিক পথে হাঁটা ছাড়া চীনের আর কোনো বিকল্প থাকবে না।’ উল্লেখ্য, সিকিম সেক্টরের দোকলাম এলাকায় গত ৬ জুন চীনা সেনাবাহিনী সেখানে স্থাপিত ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার গুঁড়িয়ে দেয়। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সিকিমে তারপর থেকে অচলাবস্থা চলছে। ওইদিন বাঙ্কার দুটি চীনের অংশে স্থাপন করা হয়েছিল বলে দাবি করে ওই ব্যবস্থা নেয় পিপলস লিবারেশন আর্মি- পিএলএ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় দেশই সিকিম সীমান্তে বড় ধরনের সেনা সমাবেশ ঘটিয়েছে। সিকিমে অচলাবস্থার শুরুর পর থেকেই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বেশকিছু প্রবন্ধ ছাপা হয়েছে। এসব লেখায় সীমান্তে উত্তেজনা বৃদ্ধির জন্য ভারতকে হুঁশিয়ারি দিয়ে ১৯৬২ সালের যুদ্ধের ব্যাপারে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পিটিআই।

সর্বশেষ খবর