বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজ্যপালের সঙ্গে বিবাদ নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মমতার

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির টেলিফোনে বাদানুবাদের ঘটনা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর অনুলিপি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়ার রুদ্রপুরের ফেসবুক একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। চলে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। যার ফেসবুক আইডি থেকে ওই পোষ্ট করা হয় সেই ব্যক্তির বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। উত্তাল হয়ে ওঠে এই এলাকা ছাড়াও আশপাশের বহু এলাকা। ছড়িয়ে পড়ে নানা গুজব। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে গত মঙ্গলবার টেলিফোনের মাধ্যমে এলাকায় শান্তি বজায় রাখতে কথা বলেন। তিনি জানতে চান, কেন এ ধরনের ঘটনা ঘটেছে? এই টেলিফোনের কথোপকথনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মমতা দাবি করেন, তাকে অপমান করেছেন রাজ্যপাল। এখতিয়ারের বাইরে তিনি নানা কথা শুনিয়েছেন মমতাকে। এতেই ক্ষুব্ধ হন মমতা। এরপরেই মমতা ব্যানার্জি গতকাল বিকালে এক সংবাদ সম্মেলন করে একহাত নেন রাজ্যপালকে।

সর্বশেষ খবর