বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সৌদি জোটকে কাতারের জবাব প্রকাশ

সৌদি জোটের ১৩ দফা শর্তের ব্যাপারে কাতার যে জবাব দিয়েছে তা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও এ ব্যাপারে বিস্তারিত জানার দাবি করেছে কুয়েতি সংবাদমাধ্যম ইনফেরাআদ নিউজ এজেন্সি। যদিও সরকারিভাবে তা এখনো প্রকাশ করা হয়নি। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ দোহার সঙ্গে সৌদি জোটের বিরোধ নিরসনে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছেন। সোমবার ১৩ দফা শর্তের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে কুয়েত যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। কুয়েতের আমিরের কাছে কাতারের আমিরের হাতে লেখা চিঠি হস্তান্তর করা হয়। পরে তা সৌদি জোটের কাছে হস্তান্তর করে কুয়েত। তবে ওই চিঠিতে কী আছে, তা প্রকাশ করা হয়নি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শনিবার সৌদি জোটের শর্ত প্রত্যাখ্যান করে সংলাপ দাবি করেছিলেন। মঙ্গলবারও তিনি সৌদি জোটের দেওয়া শর্তগুলোকে খুবই অবাস্তব এবং পূরণযোগ্য নয় উল্লেখ করে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের প্রস্তাব দেন।

কাতার সংকট নিয়ে মিসরে বসছে ‘সৌদি জোট’ : কাতারের সঙ্গে সৌদি আরবসহ কয়েকটি দেশের সম্পর্কে টানাপড়েনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট নিয়ে মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসেছে সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি দেশ। গতকালই ওই বৈঠক হয়। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

সর্বশেষ খবর