শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাশিয়া আঁতাত অবশেষে স্বীকার

এতদিন গোটা বিশ্বই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কবে মিলিত হবেন এই দুজন। যারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা। আজ সেই মাহেন্দ্রক্ষণ এই দুই নেতা মুখোমুখি বসছেন। এই দুই নেতা নিয়ে আগ্রহের অন্যতম প্রধান কারণ গত বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ। যা ট্রাম্পকে জয়ী করতে বিশেষ ভূমিকা রাখে। জি-২০ সম্মেলনে যোগ দিতে দুই নেতাই এখন জার্মানিতে। তবে মার্কিন নির্বাচনে রাশিয়ার হাত ছিল এই কথা অবশেষে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল পোল্যান্ডে পৌঁছেন ট্রাম্প। সেখানেই কবুল করলেন গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। এর সঙ্গে আরও কিছু দেশ জড়িত ছিল।

এর আগে বলা হয়েছিল, ১৭টি গোয়েন্দা সংস্থা প্রমাণ পেয়েছে ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেন এতে জড়িত ছিল মাত্র তিন বা চারটি দেশ। পোল্যান্ডের ওয়ারশ সফরকালে তিনি বলেন, আমি মনে করি এটা করেছে রাশিয়া। এও মনে করি যে এর সঙ্গে আরও দেশ জড়িত ছিল। আমি সুনির্দিষ্ট করে বলব না। এ সময় তিনি আগের মতোই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন। বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এ বিষয়টি জানতেন বারাক ওবামা। তবে তিনি কিছুই করেননি। তিনি (ওবামা) ভেবেছিলেন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন বিজয়ী হবেন।

সর্বশেষ খবর