শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সংকট নিরসনে আলোচনার আহ্বান কাতারের

সংকট নিরসনে আলোচনার আহ্বান কাতারের

কাতারের পররাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদে অর্থায়ন ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাসসহ ১৩ দফা শর্ত না মানায় কাতারের প্রতি ‘নাখোশ’ হলেও দেশটির ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করেনি সৌদি আরব ও মিত্র আরব দেশগুলো। তবে হুমকি দিয়েছে শিগগিরেই নতুন অবরোধ আসছে। তবে চলমান এই সংকট নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। বুধবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘চ্যাটহ্যাম হাউস’কে এ অবস্থানের কথা জানান থানি। ‘আমরা সংকট নিরসনের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাব। তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেব না’, বলেন থানি। এদিকে বুধবার মিসরের রাজধানী কায়রোয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কাতারের বিরুদ্ধে চলমান অবরোধ ও নিষেধাজ্ঞাই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কাতারকে শর্ত মানতে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তী সিদ্ধান্ত নিতে কায়েরোতে বৈঠকে বসে। এ বৈঠকে প্রতিবেশী দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা না করে বৈঠকে চলমান নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। আল-জাজিরা।

সর্বশেষ খবর