শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় ‘নো ফ্লাই জোন’ নিয়ে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ‘নো ফ্লাই জোন’ গঠনে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা বলেন। ভ্লদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের মতো সরাসরি  বৈঠকের আগে দেওয়া এক বিবৃতিতে টিলারসন বলেন, সংঘাতপূর্ণ দেশ সিরিয়ার স্থিতিশীলতায় সহায়তা করতে রাশিয়ার ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে। সিরিয়ায় নিরাপদ অঞ্চল ঘোষণার বিষয়ে তাদের অতীতের সহযোগিতার কথা উল্লেখ করে টিলারসন বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও সিরিয়ায় একসঙ্গে কাজ করা উভয় দেশের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, অস্ত্রবিরতি পর্যবেক্ষকদের কাজে সহায়তায় এবং সমন্বিত মানবিক সহযোগিতা সরবরাহ বিষয়ে নো ফ্লাই জোনসহ সিরিয়ায় যৌথভাবে স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এএফপি।

সর্বশেষ খবর