শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মানবসভ্যতার সর্বনাশ করেছেন ট্রাম্প : চমস্কি

মানবসভ্যতার সর্বনাশ করেছেন ট্রাম্প : চমস্কি

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করালেন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ও দার্শনিক নোয়াম চমস্কি। তিনি বলেছেন, মানবসভ্যতার চরম সর্বনাশ ঘটিয়েছেন ট্রাম্প। তাকে রুখতে হবে এখনই। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়াম চমস্কি একথা বলেছেন। ট্রাম্পের যেসব সিদ্ধান্ত ও পদক্ষেপ হকিংকে উদ্বিগ্ন করেছিল, সেই একই কারণে চমস্কিও মনে করেন ট্রাম্প সত্যিকার অর্থেই মানবসভ্যতার শত্রু। চমস্কির মতে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, তাতে আমেরিকাকে গোটা বিশ্বে একঘরে করে দিয়েছেন। সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, মানবসভ্যতার অস্তিত্বকে গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পদক্ষেপগুলোকে শুধু উপহাস করলেই হবে না, সেই পদক্ষেপগুলোকে আন্তরিকভাবে রুখে দেওয়ার চেষ্টা শুরু করে দিতে হবে এখনই। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টি পরিচালিত মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলোকে মোকাবিলা করতে হবে দ্রুত। চমস্কি জানিয়েছেন সবচেয়ে বড় উদ্বেগের কারণ, পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোর ব্যাপারে ট্রাম্পের প্রকাশ্য ইঙ্গিত। সম্প্রতি উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল উেক্ষপণ করায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ‘ওই পরীক্ষার পর আমরা ভয়ঙ্কর রকমের কিছু একটা ভাবছি। বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে পারমাণবিক যুদ্ধেরই হুমকি দিয়েছেন। চমস্কির মতে, এটা মানবসভ্যতার সর্বনাশকে আরও বেশি ত্বরান্বিত করবে। কথাগুলো কঠোর হতে পারে, কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, জলবায়ু চুক্তি ছেড়ে আমেরিকার বেরিয়ে আসা আর উত্তর কোরিয়াকে পারমাণবিক যুদ্ধের হুমকি মানবসভ্যতার সুস্থভাবে টিকে থাকার সম্ভাবনাকে আরও বেশি করে নষ্ট করে দিয়েছে।

সর্বশেষ খবর