শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হংকংয়ের জলসীমায় চীনের রণতরী

হংকংয়ের জলসীমায় পৌঁছেছে চীনের জঙ্গিবিমানবাহী রণতরী সিএনএস লিয়াওনিং। চীনের মূল ভূখণ্ডের বাইরে রণতরীটির এটিই প্রথম অবস্থান। যুক্তরাজ্যের কাছ থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২০ বছর পূর্তি ছিল ১ জুলাই। সেই বার্ষিকীর পর চীনের রণতরীটি দেশের বাইরে প্রথম যাত্রা করল। ২০ বছর পূর্তির বার্ষিকীতে দেশটি সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফরে তিনি চীনবিরোধীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন। সে সময় তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছিলেন, চীনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। কয়েকবছর ধরেই হংকংয়ের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। দেশটির বহু নাগরিক চীনের প্রভাবমুক্ত হতে চান। স্বাধীনতার পক্ষেও সোচ্চার অনেকে। হংকংয়ের জলসীমায় রণতরীটির উপস্থিতিকে অনেকেই চীনের শক্তিমত্তার প্রদর্শন হিসেবে দেখছেন।  সিএনএস লিয়াওনিংয়ের সঙ্গে আরও তিনটি রণতরী রয়েছে। এটি হংকংয়ের তিসিং ই বন্দরে পাঁচ দিন অবস্থান করতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর