রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সম্পর্কের জটিলতা বলেই হামবুর্গে ট্রাম্প-পুুতিন দীর্ঘ বৈঠক

সম্পর্কের জটিলতা বলেই হামবুর্গে ট্রাম্প-পুুতিন দীর্ঘ বৈঠক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সম্পর্ক বেশ জটিল। এ পরিস্থিতিতে অনেক বিষয়ই আলোচনার টেবিলে রয়েছে। তাই জার্মানির হামবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক দুই ঘণ্টার বেশি সময় নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে হোয়াইট হাউস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। সেইসঙ্গে এ বৈঠক বেশ চমৎকার হয়েছে বলে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথম দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি এটা ছিল ব্যক্তিগত পর্যায়েও তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। আর এই প্রথম সাক্ষাতেই রুশঘেঁষা বলে পরিচিতি পাওয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে ২ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন। অথচ পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের এই বৈঠক ৩০ বা ৪০ মিনিট স্থায়ী হওয়ার কথা ছিল। অবশ্য বৈঠক এত বেশি সময় স্থায়ী হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। টিলারসনের বরাত দিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘দেশ দুটির মধ্যকার সম্পর্ক এখন খুবই জটিল কারণ আলোচনার টেবিলে যে অনেক বেশি বিষয় রয়েছে। ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক ২ ঘণ্টা ১৬ মিনিট স্থায়ী হয় বলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সিএনএন জানিয়েছে। বৈঠক বেশ ‘চমৎকার’ হয়েছে জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। সম্মেলনের এক ফাঁকে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্প-পুতিনের বৈঠক বেশ ফলপ্রসূ ও বাস্তবসম্মত হয়েছে বলে জানিয়েছেন। বৈঠকের পরপরই শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘দুই নেতার ইতিবাচক রসায়ন ছিল এবং তারা দ্রুত একে অপরের সঙ্গে স্বাভাবিক হয়ে গিয়েছিলেন।’ বৈঠকটি বেশ অসাধারণ গুরুত্বপূর্ণ ছিল বলেও জানিয়েছেন তিনি।

গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে ট্রাম্পকে জয় এনে দিতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই দেশটির হ্যাকাররা কাজ করেছিল বলে এ অভিযোগ। বৈঠকে নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছেন রেক্স টিলারসন। তবে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি বরাবরের মতোই নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকের পরপরই এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুতিন। এ ছাড়া বৈঠকে ইউক্রেন ও সিরিয়া ইস্যু, সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পায় বলে দেশ দুটির কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির লক্ষ্যে দেশ দুটি একটি সমঝোতায়ও পৌঁছেছে যা আজ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর এ যুদ্ধবিরতি দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা, কুনেত্রা ও এস-সুওয়াইদা প্রদেশের জন্য প্রযোজ্য হবে। বিজনেস ইনসাইডার, রাশিয়া টুডে, সিএনএন।

 

সর্বশেষ খবর