রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সূর্যকে ‘ছুঁতে’ যাচ্ছে মহাকাশযান!

সূর্যকে ‘ছুঁতে’ যাচ্ছে মহাকাশযান!

যে কোনো লোহা তার কাছাকাছি গেলেই গলে সাফ। বলা হচ্ছে ‘সূয্যি’ (সূর্য) মামার কথা। সেই সূর্যকে স্পর্শ করার মিশন নিচ্ছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসা। এই প্রথম সরাসরি সূর্যের বায়ুমণ্ডল বা ‘করোনা’য় ঢুকে যাবে কোনো মহাকাশযান। গনগনে তাপে ঝলসে যাওয়া সূর্যকে ছোঁয়ার যে দুঃসাহস এর আগে আর কোনো মহাকাশযানই দেখাতে পারেনি। সূর্যের পিঠ থেকে মাত্র ৪০ লাখ মাইল দূরে (পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল) ‘করোনা’য় একটি কক্ষপথে পৌঁছে যাবে নাসার রোবটিক মহাকাশযান ‘সোলার প্রোব প্লাস’ (এসপিপি)। এর আগে সূর্যের কাছাকাছি পৌঁছানোর দুঃসাহস দেখাতে পেরেছিল আর যেসব মহাকাশযান, তাদের চেয়ে ৭ গুণ বেশি কাছাকাছি পৌঁছে যাবে এই সোলার প্রো?ব প্লাস। ফলে অসম্ভব রকমের তাপে তাকে ঝলসে যেতে হবে প্রতি মুহূর্তে। সম্প্রতি ওই দুঃসাহসিক অভিযানের ঘোষণা করা হয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম এখহার্ডট রিসার্চ সেন্টার অডিটোরিয়ামে। নাসা জানায়, আগামী বছরের ৩১ জুলাই থেকে ১৯ আগস্টের মধ্যে সূর্যকে ছুঁতে পৃথিবী থেকে রওনা হয়ে যাবে এসপিপি। কেপ কানাভেরাল থেকে ডেল্টা ফোর রকেটের পিঠে চাপিয়ে এসপিপিকে পাঠানো হবে সূর্যের কাছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধকে পাশ কাটিয়ে তা সূর্যের বায়ুমণ্ডলে ঢুকে পড়বে আজ থেকে ঠিক সাত বছর পর, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। তার আগে পৃথিবী থেকে রওনা হয়ে এসপিপি বুধের কাছাকাছি প্রথম পৌঁছাবে আগামী বছরের ২৭ সেপ্টেম্বর। আর এসপিপি সূর্যের ডেরায় ঢুকে পড়ার আগে বুধকে শেষবারের জন্য বিদায় জানাবে ২০২৪ সালের ৩১ অক্টোবর। এই মহাকাশযান প্রকল্পে জড়িত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সোলার ফিজিক্স বিভাগের অধ্যাপক ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘উেক্ষপণের সময় ওই মহাকাশযানটির ওজন থাকবে ৬১০ কেজি। একটা বড় গাড়ির মতো চেহারা ওই এসপিপির। করোনায় সূর্যের কক্ষপথে পৌঁছে মহাকাশযানটি ছুটবে সেকেন্ডে ২০০ কিলোমিটার বা ১২০ মাইল গতিবেগে। সূর্যের তাপ আর সৌর বিকিরণের হাত থেকে বাঁচাতে থাকবে এসপিপির ‘হিট শিল্ড’।

সর্বশেষ খবর