সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লিবিয়া উপকূলে নৌকাডুবি নিখোঁজ ৪০ অভিবাসী

লিবিয়া উপকূলে ফের অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। দেশটির মুয়াম্মার মোহাম্মদ মিলাদ নামের এক কর্মকর্তা জানান, গারাবুলি শহর থেকে ছয় মাইল উত্তর-পূর্বে নৌ কর্তৃপক্ষ একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যেতে দেখতে পায়। পরে সেখান থেকে ৮৫ জনকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারকারীদের বয়ান অনুযায়ী আরও কমপক্ষে ৪০ জন আরোহী নিখোঁজ রয়েছে। তিনি বলেন, অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটির তলদেশ ফেটে গিয়েছিল। নিখোঁজদের মধ্যে সাত শিশুও রয়েছে। রাজধানী ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত গারাবুলি শহর দিয়ে প্রায়ই সাগরপথে অভিবাসীদের ইউরোপ পাচারের চেষ্টা করা হয়। সাগরযাত্রার জন্য পাচারকারীরা নিম্নমানের দেশি নৌকা ব্যবহার করে থাকে। এএফপি

সর্বশেষ খবর