শিরোনাম
সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
আরব বিশ্বের অবরোধ

ক্ষতিপূরণ আদায়ে কমিটি গঠন করেছে কাতার

আরব বিশ্বের চারটি দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক অবরোধে সৃষ্ট ক্ষতিপূরণ চাইতে যাচ্ছে কাতার। এ জন্য একটি কমিটি গঠন করেছে দেশটি। কাতারের একজন সরকারি কৌঁসুলি গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

আলী আল মারি নামে ওই সরকারি কৌঁসুলি সংবাদ সম্মেলনে জানান, সরকারের ওই কমিটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ও দেশটির নাগরিকদের তরফে তোলা ক্ষতিপূরণ সংক্রান্ত দাবিগুলো পরিচালনা করবে। ক্ষতিপূরণ আদায়ে জাতীয় ও আন্তর্জাতিক উভয় বিষয়ই থাকবে। কমিটির সদস্যদের মধ্যে কাতারের বিচারমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও আছেন। এর আগে কাতারের জাতীয় মানবাধিকার কমিশনও সুইজারল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ল’ ফার্ম লালিভের সঙ্গে ক্ষতিপূরণ আদায়ে মামলা পরিচালনার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত ৫ জুন আরব বিশ্বের সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ তুলে ওই পদক্ষেপ নেয় সৌদি আরব নেতৃত্বাধীন ওই জোট। পরে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে গত ২২ জুন কাতারের কাছে ১৩টি দাবি-দাওয়া দিয়ে ১০ দিনের সময়সীমা বেঁধে দেয় দেশগুলো। ওই সময়ের মধ্যে কাতার এগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় দেশটিকে আরও ৪৮ ঘণ্টার সময়ও দেওয়া হয়। বর্ধিত সময়ের মধ্যেও দেশটি দাবি-দাওয়া পূরণে অস্বীকৃতি জানিয়ে এগুলোকে পূরণযোগ্য নয় বলে সরাসরি জানিয়ে দেয়। এপি

সর্বশেষ খবর