সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মার্কিন-রুশ মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর

সিরিয়ায় কার্যকর হয়েছে আংশিক যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র, রাশিয়ার মধ্যস্থতায় এ চুক্তি কার্যকর হলো। দেশটির জর্ডান ও ইসরায়েল সীমান্তঘেঁষা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেরা, সুওয়েইদা ও কুনেইত্রা- এই তিন প্রদেশে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে  কোনো ধরনের হামলা বা সংঘর্ষ হয়নি। ওই অঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেওয়ার কারণ, সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থিত বাহিনী বেকায়দায় রয়েছে। এই যুদ্ধবিরতির পেছনে বিদেশি স্বার্থ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের স্বার্থ রয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভূরাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল অঞ্চল। এর পশ্চিমে রয়েছে ইসরায়েল এবং দক্ষিণে রয়েছে জর্ডান। এই উভয় দেশ উদ্বেগে রয়েছে, তাদের সীমান্ত ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। শান্তি প্রক্রিয়ার কথা মাথায় রেখে এর আগেও সিরিয়ায় এ ধরনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বিবিসি, আল-জাজিরা।

সর্বশেষ খবর