মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইস্তাম্বুলে এরদোগান বিরোধী বিশাল বিক্ষোভ

ইস্তাম্বুলে এরদোগান বিরোধী বিশাল বিক্ষোভ

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিচদারওগ্লুর দলটির একজন এমপির গ্রেফতারের প্রতিবাদে গত ১৫ জুন রাজধানী আঙ্কারা থেকে ইস্তাম্বুল পর্যন্ত ৪৫০ কিলোমিটার দীর্ঘ ‘ন্যায়বিচার লংমার্চ’ ঘোষণা দিয়েছিলেন। রবিবার ছিল এর সমাপ্তি। এ উপলক্ষে ইস্তাম্বুলে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি যখন ফুল ছিটিয়ে দিচ্ছেলেন তখন তারা উল্লাস করছিল। — এএফপি

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত চার বছরের মধ্যে এটি সরকার বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ। এরদোগান সরকারের বিরোধীরা গত ১৫ জুন আঙ্কারা থেকে ‘জাস্টিস’ বা ‘ন্যায়বিচার’ নামে ৪৮০ কিলোমিটার দীর্ঘ লং-মার্চ শুরু করে। রবিবার ইস্তাম্বুলে গিয়ে এটি শেষ হয়। সরকার বিরোধী রাজনৈতিক দল পিপলস রিপাবলিকান পার্টির নেতা কেমাল কিলিচদারওগ্লুর আহ্বানে ওই লং-মার্চ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়। প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন জানাতে এই লং-মার্চ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্কে গণগ্রেফতার ও শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই লং-মার্চের ডাক দেয় বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি। এএফপি।

সর্বশেষ খবর