মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চীনকে চাপে রাখতে দুটি দ্বীপ কিনেছে ভারত

নানা কারণে ভারত চীনের মধ্যে সম্পর্ক এখন যাচ্ছেতাই। এ অবস্থায় বেইজিংয়ের উপর চাপ বাড়াতে মরিয়া নরেন্দ্র মোদি সরকার। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরের দক্ষিণে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও বাড়ানোর জন্যও প্রস্তুতি নিচ্ছে ভারত। মরিশাস এবং সেশেলস-এ শান্ত দুটি সবুজ দ্বীপ কিনেছে ভারত। সেখানে বিমানঘাঁটি এবং বন্দর গড়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কূটনৈতিক সূত্রে খবর, চীন যেভাবে ‘স্ট্রিং অব পার্লস’ নীতির মাধ্যমে ভারতকে ঘিরে নজরদারি তৈরি করার কৌশল নিয়েছে, তার পাল্টা হিসেবে এই দ্বীপ দুটিতে ঘাঁটি তৈরি করতে চাইছে ভারত। সেশেলস-এর ‘অ্যাসাম্পশন দ্বীপ’ এবং মরিশাসের ‘অ্যাগালেগা দ্বীপ’-এর অবস্থান এমনই যে সেখান দিয়ে বিশ্বের দুই তৃতীয়াংশ জ্বালানিবাহী জাহাজ যাতায়াত করে।

সর্বশেষ খবর