মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা
যৌন নিপীড়নের অভিযোগ

লড়াই করতে অস্ট্রেলিয়ায় কার্ডিনাল পেল

লড়াই করতে অস্ট্রেলিয়ায় কার্ডিনাল পেল

যৌন নিপীড়নের অভিযোগের বিরুদ্ধে লড়তে নিজ দেশ অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ভ্যাটিকানের কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেল (৭৬)। গতকাল সকালে সিঙ্গাপুর হয়ে ভ্যাটিকান থেকে সিডনি বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে এ সময় অভিযোগের ব্যাপারে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই ক্যাথলিক যাজক।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য পুলিশ গত মাসে কার্ডিনাল পেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ আনে। পেলের বিরুদ্ধে বেশ কয়েকজন যৌন নিপীড়নের অভিযোগ আনেন বলে তারা জানিয়েছিল। আর এসব অভিযোগ অতীতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ বাহিনীর তরফে জানানো হয়েছিল। দেশটির একটি আদালত তখন তাকে আগামী ২৬ জুলাই স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল।  গত মাসেই ভ্যাটিকানে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছিলেন কোষাধ্যক্ষ পেল। অভিযোগকে ভুয়া আখ্যায়িত করে নিজেকে সম্পূর্ণ নির্দোষও দাবি করেছিলেন তিনি। আইনিভাবে এসব অভিযোগ মোকাবিলা করতে প্রস্তুত বলেও তিনি তখন জানিয়েছিলেন। তাকে আদালতের নির্দেশ মেনে মেলবোর্নের একটি আদালতে ওইদিন উপস্থিত থাকতে হবে। অভিযোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ভ্যাটিকান কর্তৃপক্ষও তাকে ছুটি দিয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর