মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারত-যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ মালাবার নৌমহড়া শুরু

ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান এই তিন দেশের নৌবাহিনীর সমন্বয়ে মালাবার নৌমহড়া গতকাল থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে। ১৯৯২ সাল থেকে শুরুর পর এটা হচ্ছে ২১তম মালাবার মহড়া। এবারের মহড়ায় ১৬টি যুদ্ধজাহাজ, ৯৫টি যুদ্ধবিমান এবং দুটি সাবমেরিন অংশ নিচ্ছে। মহড়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। মালাবার মহড়ার চলতি সংস্করণ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন হিমালয়ের সিকিম সেক্টরে ভারত ও চীনের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে রয়েছে এবং চীন ভারত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক তত্পরতা জোরদার করেছে।  প্রথমদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই মহড়ায় অংশ নিত। জাপান কেবল চলতি দশকের শুরুর দিকে স্থায়ীভাবে এই মহড়ায় যুক্ত হয়। তবে দেশটি ২০০৭ সাল থেকে বেশ কিছু মালাবার মহড়ায় অংশ নিয়েছে। আর এবার নিয়ে টানা চারবার জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এতে অংশ নিচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর