মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা
রিজার্ভ ৩৪০ বিলিয়ন ডলার

নিষেধাজ্ঞায় সমস্যা হবে না কাতারের

সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি আরব দেশের নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও কাতার আপাতত কোনো সমস্যায় পড়বে না। শক্তিশালী রিজার্ভ থাকাতেই দেশটি সাময়িক সংকট কাটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শেখ আবদুল্লাহ বিন সাউদ আল থানি। সরকারি বিনিয়োগ তহবিলসহ দেশটির বর্তমান রিজার্ভ ৩৪ হাজার কোটি ডলার বলে জানিয়েছেন তিনি।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। সেইসঙ্গে দেশটির ৫৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অবরোধ আরোপ করে দেশগুলো। সন্ত্রাসবাদে অর্থায়ন ও অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশগুলো এ ব্যবস্থা নেয়। তবে কাতার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।  আরব বিশ্বের অবরোধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট মোকাবিলা প্রসঙ্গে কাতারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ওই পরিমাণ রিজার্ভ থাকায় তার দেশ প্রতিবেশী শক্তিশালী আরব দেশগুলোর নিষেধাজ্ঞার চাপ ‘সহ্য’ সইতে পারবে। সংবাদ চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশাবাদ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর