বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের ৩০ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তারা মস্কো থেকে ৩০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করছে। দুয়েকদিনের মধ্যে এ ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পদও জব্দ করা হবে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করেন। এই ঘটনার এতদিন পর পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া। রুশ দৈনিক ইজভেস্তিয়ার খবরে বলা হয়েছে, জার্মানির হামবুর্গে ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ওবামার আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে কথা তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিন। বিবিসি।

সর্বশেষ খবর