শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নওয়াজকে পদত্যাগের আহ্বান জানিয়ে ডন’এ সম্পাদকীয়

নওয়াজকে পদত্যাগের আহ্বান জানিয়ে ডন’এ সম্পাদকীয়

নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার সন্তানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ও সুনির্দিষ্ট অনেকগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এসব অভিযোগের সত্যতাও তুলে ধরা হয়েছে দেশটির উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি জেআইটির রিপোর্ট। এ অবস্থায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তার দেশ চালানোর অধিকার গণতন্ত্র দেয় না। তাই দেশটির আম জনতার প্রতি সম্মান জানিয়ে তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে দেশটির প্রধান দৈনিক ডন। এ নিয়ে গতকাল পত্রিকাটি তাদের প্রধান সম্পাদকীয় ছাপিয়েছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, আইন যা-ই অনুমোদন করুক না কেন, গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ঠিক কাজটি অবশ্যই করতে হবে। তাকে পদত্যাগ করতে হবে, অন্তত অস্থায়ীভিত্তিতে হলেও তাকে এটা করতে হবে। সুপ্রিম কোর্টে জেআইটি যে রিপোর্ট জমা দিয়েছে তা এখন বিশেষজ্ঞ, রাজনীতিক ও নাগরিকদের হাতে পৌঁছে গেছে। যদিও এই রিপোর্টের কিছু ত্রুটি রয়েছে। অন্যান্য রাজনৈতিক দলও রিপোর্টের কিছু আপত্তি তুলেছে। এ অবস্থায় তা আদালতে পেশ করা হবে এবং আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। নওয়াজ শরিফকে দায়িত্বে বহাল থাকার আহ্বান জানিয়েছে তারই দল পাকিস্তান মুসলিম লীগ (এন)-পিএমএলএন। কিন্তু ডন বলেছে, দলের এই আহ্বানে সাড়া দিলে গণতন্ত্রকে অনেক মূল্য দিতে হবে। এক্ষেত্রে তার সামনে একটি পরিষ্কার বিকল্প পথ আছে। তা হলো পদত্যাগ করা।

সর্বশেষ খবর