শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
কাতার আমেরিকা জঙ্গিবিরোধী চুক্তি

সৌদি বলছে অপর্যাপ্ত, অবরোধ চলবে

সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাতার ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দোহা সফরের সময় গত পরশু এ চুক্তি হয়। চুক্তি সইয়ের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, ‘আজ কাতার হচ্ছে প্রথম দেশ যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা স্মারকে সই করেছে; কাতারের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করেছে তাদেরও আমরা এ সমঝোতা স্মারকে সই করে শরিক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’ চুক্তি অনুসারে কাতার ও আমেরিকা সন্ত্রাসীদের তহবিল জোগানোর উৎস চিহ্নিত করবে এবং নানা তথ্য আদান-প্রদানে সহযোগিতা করবে। এদিকে, সৌদি আরব ও তার মিত্ররা কাতার এবং আমেরিকার মধ্যে সই হওয়া চুক্তিকে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের জন্য অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে। চার আরব দেশ এক বিবৃতিতে বলেছে, তাদের চাপের কারণে কাতার এ চুক্তি করতে বাধ্য হয়েছে। দোহার বিরুদ্ধে অবরোধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে চার দেশ।

সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী : মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকালই সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। মূলত কাতারে জঙ্গি অর্থায়নবিরোধী চুক্তি শেষ করেই তিনি সৌদি আরবে গেলেন। ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সৌদি জোট। আল-জাজিরা

সর্বশেষ খবর