বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাডের সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগরের আকাশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড প্রতিরক্ষা সিস্টেমের সফল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড সিস্টেম সাফল্যের সঙ্গে একটি লক্ষ্যবস্তুকে গুলি করে নামিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মধ্যবর্তী-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) হুমকির বিরুদ্ধে থাডের সফল প্রদর্শনী উত্তর কোরিয়া ও অন্যান্য দেশের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামর্থ্য তুলে ধরেছে, পরীক্ষায় থাড (টার্মিনাল হাই অ্যাল্টিট্যুড ডিফেন্স) উত্তর কোরিয়ার তৈরি করা মধ্যবর্তী-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের অনুরূপ একটি কৃত্রিম ক্ষেপণাস্ত্রকে থামিয়ে দিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। কয়েক মাস আগেই এই পরীক্ষাটির পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, কিন্তু শেষে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে পরীক্ষাটি করা হলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

সর্বশেষ খবর