বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

জেলে রাখার আর্জি

পালিয়ে যেতে পারেন আশঙ্কায় অর্থপাচারের অভিযোগে বিচারের মুখে থাকা পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রীকে বিচার শুরুর আগেই ১৮ মাস জেলে রাখার আবেদন করেছেন দেশটির এক সরকারি কৌঁসুলি। হুমালা ও তার স্ত্রী যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে জন্য মঙ্গলবার জার্মান জুয়ারেজ নামের অ্যাটর্নি জেনারেল দফতরের ওই তদন্তকারী কৌঁসুলি এই আবেদন করেন। এএফপি

ইরানের জন্য ভালো হবে না

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এলে তা ইরানের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তেহরানে সফররত রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকোভ মঙ্গলবার একথা বলেন। তিনি বলেন, আমি মনে করি না যে এই চুক্তি থেকে সরে এলে ইরানের জন্য তা ভালো কিছু হবে।

বোমা হামলায় নিহত ১৭

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। দেশটির মাইদুগুরি শহরের পুলিশ কমিশনারের বরাতে গতকাল এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। মঙ্গলবার রাতে বর্নো রাজ্যের রাজধানীতে চারটি এলাকায় এই হামলা চালানো হয়। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর