শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পকে অভিশংসনের নথি দাখিল

ট্রাম্পকে অভিশংসনের নথি দাখিল

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের আয়োজন চলছে। এ জন্য দেশটির প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন ডেমোক্র্যাট দলের প্রতিনিধি ব্রাড শারম্যান। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তকারী সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমি’কে বরখাস্ত করার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারের পথে বাধা সৃষ্টি করেছেন। তিনি শপথ লঙ্ঘন করেছেন। লঙ্ঘন করেছেন সাংবিধানিক দায়িত্ব। তিনি তদন্ত চলাকালে তাতে বাধা সৃষ্টি করেছেন। প্রতিনিধি পরিষদের কাছে লেখা এক প্রতিবেদনে তিনি দাবি করেছেন, এমন ঘটনা অভিশংসন ও বিচারের দাবি রাখে। এমনকি তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি রাখে। মার্কিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহ, ঘুষ গ্রহণ, উচ্চ মাত্রার অপরাধ, অশালীন আচরণের জন্য অভিশংসন করা যায়। তবে বিচারে বাধা সৃষ্টি করা একটি গুরুতর অপরাধ। ব্রাড শারম্যানের এই আর্টিকেল আমলে নিয়ে প্রতিনিধি পরিষদ যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস করে তাহলেই বাকি পদক্ষেপের দিকে অগ্রসর হওয়া যাবে। কিন্তু তার এ আর্টিকেল পাস হওয়ার সম্ভাবনা কম। কারণ, প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন টেক্সাসের ডেমোক্র্যাট দলের প্রতিনিধি অল গ্রিন।

হিলারিকেই বেশি পছন্দ ছিল পুতিনের —ট্রাম্প : গত মার্কিন নির্বাচনে রাশিয়ার হাত ছিল। এই অভিযোগ দিন দিন সত্যের দিকে যাচ্ছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সাফাই গাইছেন। রাশিয়া আঁতাতের অভিযোগ অস্বীকার করে আসছেন। এরমধ্যে গতকাল এই অভিযোগে নতুন মাত্রা যোগ করেছেন। বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে নয় বরং পুতিন হোয়াইট হাউসে বসার জন্য হিলারি ক্লিনটনকেই বেশি উপযুক্ত ভেবেছিলেন। এদিকে ফ্রান্সের জাতীয় দিবসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ ঘিরে দেশটির রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটিতে অংশ নিতে গতকাল সস্ত্রীক প্যারিসে পৌঁছেছেন ট্রাম্প। এএফপি।

সর্বশেষ খবর