শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চীনের যে কোনো স্থানে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত!

চীনের যে কোনো স্থানে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত!

চীনের সামরিক শক্তি মোকাবিলায় ভারত তার পরমাণু অস্ত্রভাণ্ডারের আধুনিকায়ন অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে চীনের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র দেশটি তৈরি করছে বলে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দুজন পরমাণু বোমা বিশেষজ্ঞ দাবি করেছেন। ডিজিটাল জার্নাল ‘আফটার মিডনাইট’এর জুলাই-আগস্ট সংখ্যায় প্রকাশিত ‘ইন্ডিয়ান নিউক্লিয়ার ফোর্সেস-২০১৭’ শীর্ষক এক আর্টিকেলে এ দাবি করেছেন তারা। ঐতিহাসিকভাবে ভারত তার পরমাণু অস্ত্র কৌশলের দৃষ্টি প্রতিবেশী দেশ পাকিস্তানেরও প্রতি রেখেছে। তবে দেশটি যে সেদিক থেকে সরে এখন চীনের প্রতিই বেশি দৃষ্টি দিচ্ছে। হ্যান্স এম ক্রিস্টেনসেন ও রবার্ট এস নরিস নামে দুজন পরমাণু বিশেষজ্ঞ আর্টিকেলটি লেখেন। আর্টিকেলে ক্রিস্টেনসেন ও নরিস লেখেন, ভারত ঐতিহ্যগতভাবে পাকিস্তানকে ঠেকাতে তার দৃষ্টি নিবদ্ধ রাখলেও দেশটির পরমাণু অস্ত্রের আধুনিয়কায়ন এটাই ইঙ্গিত দেয় যে, চীনের সঙ্গে দেশটি তার ভবিষ্যৎ কৌশলগত সম্পর্কের প্রতিই এখন বেশি নজর দিচ্ছে। আর্টিকেলে আরও বলা হয়, ভারত প্রায় ছয়শ কেজির মতো প্লুটোনিয়াম উৎপাদন করেছে বলে মনে করা হচ্ছে, যা ১৫০ থেকে ২০০টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। পিটিআই

সর্বশেষ খবর