শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জলবায়ু ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত ট্রাম্পের

জলবায়ু ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত ট্রাম্পের

জলবায়ু পরিবর্তন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তিল ডে (ফ্রান্সের জাতীয় দিবস) উত্যাপনের আগে বৃহস্পতিবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দিয়েছেন। তিনি দুইদিনের সফরে ফ্রান্সে রয়েছেন। তবে গতকালের বাস্তিল ডে উত্যাপনের আগে দুই দেশের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলন করেন, যেখানে তাদের মতপার্থক্যের বিষয়টি আবারও সামনে উঠে আসে। তবে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্যারিস জলবায়ু চুক্তির পরিপ্রেক্ষিতে কিছু একটা পরিবর্তন আসতে পারে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি ‘সম্মান’ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে আমি সম্মান করি। এর ফলে তিনি তার নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় চিন্তা ও কাজে নেতৃত্ব দিতে পারবেন। তবে আমি প্যারিস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছি। গত মাসে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন। তিনি ওই সময় জানান, মার্কিন ব্যবসা-বাণিজ্যকে ক্ষতি করবে না এমন নতুন চুক্তির বিষয়ে আলোচনা করতে তিনি আগ্রহী। মার্কিন একজন কূটনৈতিক উইলিয়াম জরডান বিবিসি কে বলেছেন প্যারিসে ট্রাম্পের এই সফর তার জন্য একটা সুযোগ তৈরি করবে- যাতে করে তার ভাষায় বিশ্ব তাকে গুরুত্ব দেয়। এদিকে ট্রাম্পের এই সফরকে ঘিরে বিক্ষোভ হওয়ার আশঙ্কা রয়েছে প্যারিসে। বিক্ষোভকারীরা নো ট্রাম্প জোন করার পরিকল্পনা করছে। ফেসবুকে একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে ট্রাম্প ইজ নট ওয়েলকাম ইন প্যারিস নামে। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাস্তিল দিবস উপলক্ষে গতকাল অনুষ্ঠিত কুচকাওয়াজে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প : যুক্তরাষ্ট্রের প্র্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো সেই সময় আসেনি বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ৭ জুলাই জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের প্রথম দিন প্রথমবারের মতো ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠক করেন। প্রায় সোয়া দুই ঘণ্টার ওই বৈঠকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে পুতিনকে কড়া কথা না বলায়  ডেমোক্র্যাটিক নেতারা ট্রাম্পের সমালোচনা করেছেন। গতবছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় রুশ হ্যাকারদের হস্তক্ষেপের অভিযোগে তদন্ত চলছে। ট্রাম্পকে জেতাতে মস্কোর নির্দেশে হ্যাকিং হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। গত বছর জুনে নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসেলনিত্স্কায়ারের সঙ্গে সাক্ষাতের কথা সম্প্রতি স্বীকার করেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বিবিসি।

সর্বশেষ খবর