শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিধানসভায় বিস্ফোরক পদার্থ উদ্ধার

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তরপ্রদেশ বিধানসভার ভিতর থেকে সন্দেহজনক সাদা পাউডার উদ্ধার করা হয়েছে। গত বুধবার অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতর থেকে স্নিফার ডগের সাহায্য নিয়ে নিরাপত্তা রক্ষীরা ওই পাউডার উদ্ধার করে। তাতে দেখা যায় প্লাস্টিকে মোড়া একটি প্যাকেটে প্রায় ১৫০ গ্রাম পাউডার ছিল। পরে সেই পাউডারকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং পরীক্ষা করে দেখা যায় সেটি একটি পেনটেরিথ্রিকল ট্রেটরানিট্রেট (পিইটিএন) জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পদার্থ। এই ঘটনার পরই বিধানসভায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা রাজ্যেও নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, প্যাকেটটিতে ১৫০ গ্রাম ওজনের পিইটিএন জাতীয় বিস্ফোরক ছিল। গোটা বিধানসভা চত্বর উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ৫০০ গ্রাম পিইটিএন যথেষ্ট’।

সর্বশেষ খবর