শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক ন্যাটো অখুশি

রাশিয়ার কাছ থেকে বড় বাজেটের অস্ত্র কিনতে যাচ্ছে তুরস্ক। এরমধ্যে দুটি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুর্কি সরকার ২৫০ কোটি ডলার ব্যয় করবে। আগামী বছর রাশিয়া এসব অস্ত্র তুরস্কের কাছে পৌঁছে দেবে। এর ফলে তুরস্ক নিজেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুটি ব্যাটারি তৈরি করবে। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কর্মকর্তা ব্লুমবার্গ টেলিভশনকে এ কথা জানিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এ খবর সত্য হলে তা হবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জন্য চরম অস্বস্তিকর। কারণ তুরস্ক হচ্ছে ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ কিন্তু অস্ত্র কিনছে রাশিয়া থেকে। ন্যাটো সবসময় রাশিয়াকে প্রধান শত্রুদেশ হিসেবে বিবেচনা করে।

সর্বশেষ খবর