সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি : ফ্রান্স

নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি : ফ্রান্স

সাধারণভাবে প্রচলিত যে, ভারতের জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায়। এমনকি দেশটির সরকারও চূড়ান্তভাবে মেনে নিয়েছে নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায়ই হয়েছে। যদিও তার মৃত্যু ঠিক কীভাবে হয়েছে তা জানতে দেশটির সরকার বিভিন্ন সময়ে তিনটি কমিশন গঠন করেছে। এর মধ্যে শাহ নওয়াজ কমিটি (১৯৫৬) ও খোশলা কমিশন (১৯৭০) পৃথকভাবে গবেষণা ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট জাপানিদের দখলে থাকা তাইপের তাইহকু বিমানবন্দরে নেতাজি এক বিমান দুর্ঘটনায় মারা যান। তবে মুখার্জি কমিশন (১৯৯৯) আগের দুই কমিশনের সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, কোনো ধরনের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির। ভারত সরকার তাত্ক্ষণিকভাবে মুখার্জি কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে। তবে এবার ফ্রান্সের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে, নেতাজির মৃত্যু নাকি বিমান দুর্ঘটনায় হয়নি। প্যারিসভিত্তিক ইতিহাসবিদ জে বি পি মুর সম্প্রতি ফ্রান্সের জাতীয় আর্কাইভে নেতাজিসংক্রান্ত দেশটির গোয়েন্দা সার্ভিসের তৈরি একটি সংক্ষিপ্ত প্রতিবেদনের সন্ধান পান। এতে যে তারিখ লেখা আছে তা হলো ১৯৪৭ সালের ১১ ডিসেম্বর। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর