সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সহজলভ্যতায় ব্রিটেনে অ্যাসিড হামলার ঘটনা বাড়ছে!

ব্রিটেনের পুলিশ বলছে, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে চারশটি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। ২০১২ সাল থেকে ২০১৬-১৭ সাল পর্যন্ত পাঁচ বছরে এ ধরনের হামলা দ্বিগুণ আকার ধারণ করেছে। এর বেশিরভাগ ঘটনাই ঘটছে রাজধানী লন্ডনে। সর্বশেষ গত বৃহস্পতিবার নর্থ-ইস্ট লন্ডনে পাঁচজন অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়। গত মাসে গাড়ির জানালা দিয়ে অ্যাসিড ছোড়ার ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হন রেশাম খান এবং জামিল মুখতার। এপ্রিল মাসে ইস্ট লন্ডনে অ্যাসিড হামলায় আরও আহত হন ২০ জন। দেশটিতে অ্যাসিড কেনাবেচা আইনসিদ্ধ। তবে সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি উঠেছে।  অ্যাসিড সন্ত্রাসে কিশোর গ্রেফতার : লন্ডনে পাঁচ ব্যক্তির ওপর চালানো অ্যাসিড হামলায় সন্দেহভাজন দুই কিশোরের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যন্ত্রণাদয়ক শারীরিক ক্ষতিসহ আরও বেশকিছু অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, উদ্দেশ্যমূলকভাবে যন্ত্রণাদায়ক ক্ষতির চেষ্টায় হামলা চালানোর অভিযোগে পাঁচটি, ডাকাতির অভিযোগসহ আরো কমপক্ষে দশটি মামলা হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর