সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
গরু রক্ষার নামে

আইন ভঙ্গকারীদের প্রতি কড়া বার্তা মোদির

গরু সুরক্ষার নামে আইন লঙ্ঘনকারী ও নিজ হাতে গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। পার্লামেন্টের মৌসুমী অধিবেশন শুরুর আগে গতকাল এ সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশটির কয়েকটি স্থানে গরু সুরক্ষার নামে লোকজনকে আক্রমণ ও হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার বেশকিছু খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে মোদির তরফে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এ কড়া বার্তা এলো।  রাজধানী নয়াদিল্লিতে গতকাল দেশটির সব দলের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী মোদি ও ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বরাতে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার সাংবাদিকদের ওইসব কথা বলেন। তিনি বলেন, ‘গরু সুরক্ষার নামে যারা আইন ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী রাজ্য সরকারগুলোকে  নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর