সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সৌদি-কাতার সংকট

জিইয়ে রাখতে চায় ট্রাম্প ও পাশ্চাত্য

সৌদি আরবের সঙ্গে আরও ছয়টি দেশ গত ৫ জুন মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতারের বিরুদ্ধে বিভিন্ন অবরোধ আরোপ করে। বন্ধ হয়ে যায় সব ধরনের কূটনৈতিক সম্পর্ক। এ সমস্যার সমাধানে এরমধ্যে গত সপ্তাহে সমস্যা সমধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতার ও সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করেন। কিন্তু তিনি এই সফরে বিরোধ নিরসনের চেষ্টায় ব্যর্থ হয়েছেন। কাতারের বিরুদ্ধে সৌদি আরবের প্রধান অভিযোগ দেশটি সন্ত্রাস ও জঙ্গী বাদে অর্থ জোগান দেয়। টিলারসন এই সফরে সন্ত্রাসীদের অর্থের উৎস মোকাবিলার বিষয়ে কাতারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে দোহা বলেছে, এর সঙ্গে সাম্প্রতিক সৌদি-কাতার সংকটের কোনো সম্পর্ক নেই। অবশ্য এই চুক্তির ফলে দোহা কথিত সন্ত্রাসী বা উগ্র গোষ্ঠীগুলোর কাছে অর্থ পাঠাতে পারবে না বলে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন। দোহার সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরের পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে যান। সেখানে তিনি কাতারের ওপর অবরোধ আরোপকারী চার আরব সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। দোহার সঙ্গে মার্কিন সরকারের ওই চুক্তির পরও সৌদি সরকার ও তার মিত্ররা কাতারের ব্যাপারে নমনীয় হননি। তারা এই চুক্তিকে অর্থহীন বলে অভিহিত করেছেন। আইআরআইবি

সর্বশেষ খবর