মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মসুলকে ‘নরক’ বানিয়ে গেছে আইএস

মসুলকে ‘নরক’ বানিয়ে গেছে আইএস

জঙ্গি সংগঠন আইএস যেখান থেকে তাদের খেলাফত ঘোষণা করেছিল। সেই মসুল এখন তাদের হাতছাড়া। ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এখন মসুল। তবে আইএস সেখান থেকে হটলেও ‘নরক’ বানিয়ে গেছে পুরো এলাকাটিকে। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসাবশেষ। মৃত্যুপুরীর এক আতঙ্ক চারদিকে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে প্রায় মৃত শিশুদের। অনাহারে ঢুকরে ঢুকরে মৃত্যুর মুখে পড়া শিশুদের। ডেইলি মেইল জানিয়েছে, মসুলের ধ্বংসস্তূপ থেকে যেসব শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা অত্যন্ত করুণ। ভাষায় বর্ণনা করার মতো নয়। এমনই দুই শিশুকে সেসব ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করেছে ইরাকের সেনারা। দুজনেই অনাহারে মৃত্যুর প্রহর গুনছিল। এদের মধ্যে একটি শিশুর পিতামাতা দুজনেই জিহাদি। তারা আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। পৃথিবীতে তাকে ফেলে গেছে একা। এ দুটি শিশুর অনেক ছবি দিয়ে ডেইলি মেইল একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, মসুলের পশ্চিমাঞ্চলে ওল্ড সিটিতে ধ্বংসাবশেষের ভিতর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ইরাকি সেনাবাহিনী।

 

সর্বশেষ খবর