মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এবার খবর এল বাগদাদি মরেননি!

এবার খবর এল বাগদাদি মরেননি!

আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদী মারা যাননি! ইরাকের কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী শীর্ষস্থানীয় এক কর্মকর্তা গতকাল এ দাবি করেছেন। বাগদাদী বেঁচে আছেন এ ব্যাপারে তিনি ৯৯ ভাগ নিশ্চিত বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। আইএসের কথিত এ শীর্ষ নেতাকে সিরিয়ার রাকার শহরের দক্ষিণে দেখা গেছে বলেও দাবি করেন লাহুর তালাবানি নামে ওই কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দেশটির দের এজর প্রদেশের আইএসের বয়োজ্যেষ্ঠ নেতাদের বরাতে গত সপ্তাহে জানিয়েছিল, তাদের শীর্ষ নেতা বাগদাদি আর বেঁচে নেই। এর আগে গত ২৯ মে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আইএস প্রধান বাগদাদী সিরিয়ার রাকায় গত ২৬ মে পরিচালিত রুশ এক বিমান হামলায় নিহত হয়েছেন। তবে  যুক্তরাষ্ট্র কখনোই বাগদাদীর নিহত হওয়ার এসব খবর নিশ্চিত বা অস্বীকার করেনি। গত শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস জানিয়েছিলেন যে, বাগদাদী নিহত হয়েছেন এ ব্যাপারে তাদের হাতে কোনো প্রমাণ নেই। অবশ্য বাগদাদীর নিহত হওয়ার খবরও অস্বীকার করেননি তিনি। লাহুর তালাবানি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে, বাগদাদী জীবিত। তিনি নিরাপত্তা সংস্থাগুলোর নজর এড়িয়ে চলছেন।’

সর্বশেষ খবর