মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভেনেজুয়েলায় বিরোধী দলের গণভোট গুলিতে নিহত ১

ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক দলগুলো গণভোটের আয়োজন করেছে। এতে সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে একজন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের সংবিধান সংশোধন করে তা নতুন করে লেখার পরিকল্পনা নিয়েছেন। এর প্রতিবাদ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো এই গণভোটের আয়োজন করে। এর মধ্যে রাজধানী কারাকাসের উত্তর-পশ্চিমে ক্যাটিয়া অঞ্চলে একটি চার্চে স্থাপিত ভোট গ্রহণ কেন্দ্রে হামলা চালায় মোটরসাইকেল আরোহীরা। সেখানে সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলিতে একজন নারী নিহত হন। আহত হন চারজন। রবিবার এ ভোট হলেও এটা নির্বাচন কমিশন অনুমোদিত নয়। বিরোধীরা বলছেন, এতে অংশ নিয়েছেন ৭১ লাখের বেশি মানুষ।

সর্বশেষ খবর