মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের আফগান সীমান্তে আইএসবিরোধী অভিযান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটি। পাকিস্তানের এক সেনা মুখপাত্র জানিয়েছেন, আইএস জঙ্গিরা আফগানিস্তান তাদের ঘাঁটি তৈরি করেছে। তাদের বিস্তার থামাতেই এই অভিযান।

পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর জানান, খাইবার-ফোর অপারেশন নামে ওই অভিযানে বিমান বাহিনী সহায়তা করছে। খাইবারের রাজগাল উপত্যকায় এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই অভিযান খুবই প্রয়োজন ছিল।’ বিবিসি, ডন নিউজ।

সর্বশেষ খবর