বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঝুলে গেল যুক্তরাষ্ট্রের নতুন স্বাস্থ্যসেবা বিল

ঝুলে গেল যুক্তরাষ্ট্রের নতুন স্বাস্থ্যসেবা বিল

যুক্তরাষ্ট্রের সিনেটে ওবামাকেয়ার বাতিল করে তার স্থানে একটি নতুন স্বাস্থ্যনীতি চালু করতে রিপাবলিকানদের প্রচেষ্টা ঝুলে গেল। সোমবার ওবামাকেয়ারের পরিবর্তে তাদের দলের প্রস্তাবিত স্বাস্থ্যসেবা বিলের বিরোধিতা করেছেন দুজন রিপাবলিকান সিনেটর। ফলে এ অবস্থায় নতুন স্বাস্থ্যসেবা বিল পাশের কোনো সম্ভাবনা নেই। এ ইস্যুতে রিপাবলিকান আইনপ্রণেতারা বিভক্ত হয়ে পড়েছেন। হতদরিদ্র মানুষের ওপর বিলটির প্রভাব কেমন হতে পারে, তা নিয়ে মডারেট রিপাবলিকানরা উদ্বেগ প্রকাশ করেছেন। রিপাবলিকানরা যেন ‘স্বচ্ছ অবস্থা’ থেকে স্বাস্থ্যসেবা নীতি চালু করতে পারে সেজন্য ওবামাকেয়ার বাতিলের আহ্বান জানিয়েছেন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কাজের দায়িত্ব পড়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের ওপর। কিন্তু সোমবার তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘দুঃখজনক হলেও এখন এটি পরিষ্কার, ওবামাকেয়ার বাতিল করা বা এখনই এটি পরিবর্তন করে ওবামাকেয়ারের ব্যর্থতা দূর করার চেষ্টা সফল হবে না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রণীত স্বাস্থ্যসেবা নীতিই ওবামাকেয়ার নামে পরিচিত হয়ে ওঠে। এই নীতির কারণে প্রায় ২ কোটি মানুষ স্বাস্থ্যবিমার অধীনে আসে। ২০১০ সালে প্রণীত ওবামার স্বাস্থ্যসেবা বিলের বিরোধিতা করে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তা বাতিল করার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাগ্রহণের পর তার প্রশাসন এ নিয়ে কাজ শুরু করে। কিন্তু কয়েক দফা উদ্যোগ নিলেও তা সফল হয়নি। ফলে এখনো বহাল রয়েছে ওবামাকেয়ার। ওবামাকেয়ারের সমালোচনায় ট্রাম্প ও তার প্রশাসন অভিযোগ করে আসছে, স্বাস্থ্যবিমার নামে করদাতাদের অর্থের  অপচয় করা হচ্ছে। ফলে তাদের প্রস্তাবিত বিলে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার পরিসরে কাটাছেঁড়া করা হয়েছে। তবে ওবামাকেয়ারের জন্য ধনীদের ওপর যে কর আরোপ করা আছে, রিপাবলিকানদের স্বাস্থ্যবিলেও তা বহাল রাখা হয়েছে। রিপাবলিকান সিনেটর জেরি মোরান ও মাইক লি সোমবার বলেন, নতুন স্বাস্থ্যসেবা বিল নিয়ে তারা মোটেও সন্তুষ্ট নন। মোরান বলেন, একটি বাজে বিলে আমরা ভোট দিতে পারি না। প্রস্তাবিত স্বাস্থ্যসেবা বিল অনিশ্চিত হয়ে পড়ার পেছনে আরও দুজন রিপাবলিকান সিনেটরের ভূমিকা রয়েছে। সিনেটর র‍্যান্ড পল ও সুসান কলিন্স নতুন বিলের সমালোচনা করেছেন। এদিকে, রিপাবলিকান সিনেটর ম্যাককেইন নতুন স্বাস্থ্যসেবা বিল প্রণয়নে দুই দলের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বসে নতুন বিল তৈরি করলে, তা কার্যকর হবে বলে মনে করেন তিনি। অন্যদিকে, ডেমোক্র্যাটরা জানিয়েছেন, নতুন স্বাস্থ্যসেবা বিল পাসে তারা কোনো ভূমিকা রাখবেন না। তবে ওবামাকেয়ার সংস্কারের চেষ্টা করলে, তাতে সাহায্য করতে প্রস্তুত তারা। বিবিসি, সিএনএন ।

 

সর্বশেষ খবর