বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের জন্য কোনো লালগালিচা সংবর্ধনা নয় : লন্ডন মেয়র

ট্রাম্পের জন্য কোনো লালগালিচা সংবর্ধনা নয় : লন্ডন মেয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেনে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সফরের প্রতি ফের নিজের বিরোধিতার কথা ব্যক্ত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। জলবায়ু পরিবর্তন, ন্যাটোতে অর্থায়নসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে অনেক ব্রিটিশ নীতিনির্ধারকের দ্বিমত রয়েছে। তাই এ অবস্থায় আগামী বছর ট্রাম্পের ব্রিটেন সফরের সময় লালগালিচা বিছিয়ে দেওয়াটা দেশটির সরকারের জন্য ঠিক হবে না বলে দাবি করেছেন তিনি। তবে সুযোগ পেলে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা নাকচ করে দেননি তিনি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইউরোপের প্রথম মুসলিম মেয়র সাদিক খান।

সাক্ষাৎকারে লন্ডন মেয়র বলেন, ‘ব্রিটেনে রাষ্ট্রীয় সফর সাধারণ সফর থেকে ভিন্ন এবং এমন একটা সময়ে যখন ট্রাম্পের অনেক নীতির সঙ্গে আমাদের দেশের অনেকের মতানৈক্য রয়েছে তখন ট্রাম্পের জন্য লালগালিচা পেতে দেওয়া যথাযথ হবে কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই।’ গত সপ্তাহে হোয়াইট হাউস নিশ্চিত করেছে ব্রিটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরও জানিয়েছে যে, ২০১৮ সালের কোনো এক সময় তার এ সফর অনুষ্ঠিত হবে। গত জানুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে এ সফরের দাওয়াত দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তবে ট্রাম্পকে এ সফরের দাওয়াতের পরপরই ব্রিটেনে ট্রাম্পবিরোধিতা তা বাতিলের জন্য মের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের সফরের আগে-পরে লন্ডনজুড়ে ব্যাপক বিক্ষোভ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মূলত এ কারণেই ট্রাম্পের সফর পিছিয়ে দেওয়া হয়েছে যা চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জার্মানির হামবুর্গে সদ্য সমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনেও ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তিনি শিগগিরই লন্ডন সফরে যাচ্ছেন। সিএনএন

 

সর্বশেষ খবর