বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ব্রেক্সিট আলোচনায় স্থবিরতার আশঙ্কা

ব্রেক্সিট বিষয়ক সমঝোতামূলক আলোচনা স্থবির হয়ে পড়তে পারে। এমন আভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান সমঝোতাকারী মাইকেল বার্নিয়ের। এক্ষেত্রে তিনি ব্রিটেনের ব্যর্থতাকে দায়ী করেছেন। বলেছেন, ব্রেক্সিটের জন্য বড় অঙ্কের আর্থিক সমঝোতায় পৌঁছতে হবে ব্রিটেনকে। কিন্তু এতে তারা সম্মত হতে ব্যর্থ হয়েছে। এতে আলোচনা থমকে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। বিচ্ছেদের ক্ষেত্রে ব্রিটেনের কাছে ১০ হাজার কোটি ইউরো দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ব্রাসেলসে শুরু হয়েছে দ্বিতীয় দফার সমঝোতামূলক আলোচনা। তা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ‘ডিভোর্স বিল’ ইস্যুতে এমন অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাইকেল বার্নিয়ের বলেছেন, এ বিলের অর্থ পরিশোধের বিষয়টি ব্রিটেন গুরুত্বের সঙ্গে না নেওয়া পর্যন্ত সমঝোতা চেষ্টার উদ্দেশ্য খুব সামান্যই কাজ দেবে।

সর্বশেষ খবর