বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
প্রেসিডেন্টের সঙ্গে মতভেদ

ফরাসি সেনাপ্রধানের পদত্যাগ

ফরাসি সেনাপ্রধানের পদত্যাগ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মতভেদের কারণে পদত্যাগ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল পিয়েরে ডি ভিলিয়ার্স। সামরিক বাজেট কমানো নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে তার এই মতভেদের সৃষ্টি হয়। এক বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল ডি ভিলিয়ার্স বলেছেন, ফ্রান্সের সুরক্ষার জন্য প্রয়োজনমতো আর্মি মডেল কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারব না। গত সপ্তাহে ফরাসি সরকার ঘোষণা দেয়, বাজেট ঘাটতি কমাতে চায় তারা। ইউরোপীয় ইউনিয়নের স্তর অনুযায়ী, বাজেট ঘাটতি ৩ শতাংশের নিচে রাখতে চায় ফ্রান্স। প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন, এক্ষেত্রে সামরিক বাহিনীর মধ্য থেকে কোনো ভিন্নমত গ্রহণ করবেন না তিনি। বিবিসি।

সর্বশেষ খবর